রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

যাবতীয় অন্যায় থেকে দূরে রাখতে বর্তমান প্রজন্মকে ধর্মীয় শিক্ষা দিন : ড. হুমায়ুন কবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য মাওলানা ড. হুমায়ুন কবির খালভী বলেছেন, সন্ত্রাস, মাদক, রাহাজানিসহ ও যাবতীয় অন্যায় থেকে দূরে রাখতে বর্তমান প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। ধর্মীয় শিক্ষা থেকে যারা যত দূরে তারা তত অন্যায় ও অবিচারের সাথে যুক্ত। তাই ধর্মীয় শিক্ষার প্রচার-প্রসার করার জন্য সবাইকে চেষ্টা করতে হবে।

শনিবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম কাজির দেউডিস্থ মারকাযুল হিদায়া মাদরাসার উদ্বোধনী ক্লাস প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হুমায়ুন কবির বলেন, সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি যত্মবান হতে হবে। নিদেনপক্ষে ফরজ পরিমাণ ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে।

মাদরাসার পরিচালক মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন রুবেল, মুহাম্মদ ইসহাক, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী তাওহীদুল্লাহ আমিন ও মাওলানা তকি উসমান প্রমূখ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img