রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

২০ বছরের অধিক সাজা খাটা বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন

কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের অধিক সাজা খাটা বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তোভোগী পরিবারের সদস্যরা।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৈষম্যহীন করামুক্তি আন্দোলনের সভাপতি মাওলানা মীর ইদ্রীসের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা গতবছরের জুলাই ও আগষ্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনা করে বলেন, কারাবিধির ৫৬৯ ধারায় ২০ বছরের অধিক সাজাখাটা বন্দিদের মুক্তি দিতে হবে। স্বৈরাচারের আমলে প্রহসনমূলক বিচারের মাধ্যমে অনেক নিরাপরাধ ব্যাক্তিদেরকে দীর্ঘমেয়াদি সাজা প্রদান করা হয়েছে এবং বন্দিরাও বিশ বছরের অধিক সময় যাবত জাসা ভোগ করেছে। স্বৈরাচার মুক্ত এই নতুন স্বাধীন দেশে সরকারের উচিত এই বন্দীদের বিশেষ বিবেচনায় মুক্তির ব্যবস্থা করা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের আইনি সহায়তা বিভাগের প্রধান আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা বিভাগের প্রধান মাওলানা মোঃ ইসহাক খান প্রমুখ।

ভুক্তোভোগী পরিবারের সদস্যদের মধ্যে কথা বলেন, মোঃ রিপন, মেহিদী, মমিনুল হক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img