সিরিয়ার বাফার জোন থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে ‘অবিলম্বে সেনা প্রত্যাহার’ করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শার’আ এর সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শেখ মোহাম্মদ বলেন, ইসরাইলি দখলদারদের বাফার জোন দখল একটি বেপরোয়া কাজ। এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।
এ সময় তিনি নতুন প্রশাসনকে সমর্থন করার এবং প্রায় ১৪ বছরের যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্বাসনে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
আসাদ সরাকারের পতনের পর ইসরাইল গত মাসে গোলান মালভূমির পাশে অবস্থিত এবং সিরিয়া ও ইসরাইলকে পৃথককারী বাফার জোনে সামরিক ইউনিট মোতায়েন করে। ১৯৭৪ সালে জাতিসঙ্ঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকৃত অঞ্চল হিসেবে মনোনীত করা হয়।
এলাকাটি দখল করে নেয়ার সময় সিরিয়াজুড়ে শত শত বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ বিষয়ে তারা বলে যে তাদের বিমান হামলা ‘উগ্রপন্থীদের’ হাতে অস্ত্র পৌঁছানো বন্ধ করা অভিযানের একটি অংশ।
সূত্র : আল-জাজিরা