গাজ্জায় যুদ্ধবিরতি ঘোষনার মধ্যেই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামলা করে ৮১ জন ফিলিস্তিনিকে হত্যা করলো।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজ্জা উপত্যকায় ইসরাইল হামলা করে কমপক্ষে ৮১ জন ফিলিস্তিনিকে হত্যা করলো, আহত হয়েছেন আরও ১৮৮ জন। এতে করে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৭৮৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত এক লাখ ১০ হাজার ৪৫৩ জন ব্যক্তিও আহত হয়েছেন।