ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি আলোচনার মাধ্যমে হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া এই চুক্তিকে স্বাগত জানাই। আশা করি, এই চুক্তি শান্তি ও স্থিতিশীলতার দ্বার উন্মুক্ত করবে এবং সমগ্র অঞ্চল সহ আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য কল্যাণ বয়ে আনবে।
এরদোগান গাজ্জার জনগণের সাহসিকতাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, আমরা গাজ্জার বীর জনগণকে সালাম জানাই, যারা ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের ভূমি ও স্বাধীনতা রক্ষা করতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।
তিনি আরও বলেন, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে সবসময়ই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। আমরা গাজ্জার মানুষের পাশে থাকব এবং তাদের ক্ষত সারাতে ও পুনর্গঠনে সব ধরনের সম্পদ কাজে লাগাব।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা গাজার জন্য জীবন উৎসর্গ করা সব শহীদদের সম্মান জানাই এবং প্রার্থনা করি, আশা করি এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী শান্তি নিয়ে আসবে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড