বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল

ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন জারি ও বিদ্রোহের অভিযোগে শেষমেশ গ্রেফতার হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

বুধবার (১৫ জানুয়ারি) গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রেসিডেন্ট ভবনে অভিযান চালায় দেশটির বিশেষ পুলিশ ও তদন্ত সংস্থার প্রতিনিধিরা।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সকাল সাড়ে ১০টায় যৌথ তদন্ত কার্যালয় থেকে প্রেসিডেন্ট ইওলকে গ্রেফতারের বিষয়ে একটি ভিডিও বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়, প্রেসিডেন্ট ইউন সুক ইওল হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রথম প্রেসিডেন্ট, যাকে প্রেসিডেন্ট কার্যালয় থেকে গ্রেফতার করা হচ্ছে, যেহেতু তিনি এখনো প্রেসিডেন্ট ভবনে অবস্থান করছেন।

এই ঘোষণার পরপরই বিশেষ পুলিশ ও তদন্ত প্রতিনিধিদের এক হাজারেরও বেশি সদস্যের একটি দল তাকে গ্রেফতারের জন্য প্রেসিডেন্ট ভবনে অভিযান শুরু করে। অভিযানে তারা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি গার্ডের বাধার সম্মুখীন হলে বিশেষ উপায়ে ভেতরে ঢোকার ব্যবস্থা নেন। সিকিউরিটি গার্ড ও গ্রেফতার অভিযানে আসা সদস্যদের মধ্যে ধস্তাধস্তি রক্তপাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হলে প্রেসিডেন্ট ইওল ভিডিও বার্তার মাধ্যমে আত্মসমর্পণের ঘোষণা দেন এবং নিচে নেমে আসেন।

এছাড়া, তার দলের নেতা-কর্মী ও সমর্থকদের বিশাল একটি দলও তার গ্রেফতার ঠেকাতে প্রেসিডেন্ট ভবনের বাইরে অবস্থান করছিল। প্রেসিডেন্ট কম্পাউন্ডে আইনজীবী ও আইনপ্রণেতাদের বিশাল একটি দল ছিল। তবে ক্ষমতার অপব্যবহার ও বিদ্রোহের দায়ে প্রেসিডেন্টকে সব ধরনের সুবিধা ও বিশেষ আইনের বাইরে নিয়ে যাওয়ার কারণে তার গ্রেফতার ঠেকানো এক প্রকার অসম্ভব হয়ে পড়ে।

এর আগে ৩ জানুয়ারিতেও তাকে গ্রেফতারে অভিযান চালায় কর্তৃপক্ষ, কিন্তু কর্মী, সমর্থক ও সিকিউরিটি গার্ডের বাধার মুখে সেই অভিযান ব্যর্থ হয়। প্রেসিডেন্ট কম্পাউন্ডে সেবার প্রেসিডেন্সিয়াল গার্ডদের সাথে সংঘর্ষ না হলেও, কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের মধ্যে টানটান মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে প্রেসিডেন্ট ইওলকে গ্রেফতার না করেই অভিযানে অংশ নেয়া সদস্যদের ফিরে যেতে হয়।

ইউন সুক ইওল ২০২২ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার ক্ষমতায় আসেন। ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন হেইর বিরুদ্ধে প্রধান প্রসিকিউটর ছিলেন তিনি, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। তবে, সম্প্রতি ২০২৪ সালের ৩ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন জারি করার কারণে তিনি মুহূর্তেই জাতির কাছে খলনায়কে পরিণত হন।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img