ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃতদেহ ফেরত দেবে না বলে জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরাইল।’
এই বিষয়ে সৌদি আরবের দৈনিক পত্রিকা আল হাদাৎ জানিয়েছে, সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তির একটি শর্তে সিনওয়ারের মৃতদেহ ফেরত চেয়েছিল হামাস। তবে তা প্রত্যাখ্যান করেছে ইসরাইল।
তবে বিষয়টি নিয়ে এখনও হামাস বা তেল আবিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে সফল অভিযান চালায় হামাস। ইসরাইল মনে করে, এই অভিযানের পেছনের মূল মাস্টারমাইন্ড ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। গত বছরের ১৬ই অক্টোবর অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সামনে বীরদর্পে লড়াই করে শাহাদাত করেন স্বাধীনতাকামী এই বীরযোদ্ধা।
সূত্র: কেপি