ভারতের দক্ষিণ রাজ্য কেরালার ১৮ বছর বয়সী দলিত কিশোরীকে গত পাঁচ বছর ধরে ৬৪ জন পুরুষ মিলে ধর্ষণ করে আসছে। ধর্ষিতার বয়স যখন মাত্র ১৩ বছর ছিল, তখন থেকেই সে ধর্ষণের শিকার হতে শুরু করেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিছে সংবাদমাধ্যম বিবিসি।
৬৪ জন ধর্ষকের মধ্যে পুলিশ এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করতে পেরেছে। পুলিশ হেফাজতে থাকায় ধর্ষকদের কোনো বক্তব্য এখনো প্রকাশ্যে আসেনি।
পুলিশ বলছে, অভিযুক্তদের বয়স ১৭ বছর থেকে ৪৭ বছর পর্যন্ত এবং এদের মধ্যে যেমন রয়েছে ওই কিশোরীর প্রতিবেশীরা, তার খেলার প্রশিক্ষক এবং বাবার বন্ধুরাও। অভিযুক্তদের মধ্যে প্রথম নামটি ওই কিশোরীর প্রতিবেশী এবং তার ছোটবেলার বন্ধুর।
পতনমথিট্টা জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট নন্দকুমার এস জানিয়েছেন, এখন পর্যন্ত ১৮টি মামলা দায়ের হয়েছে, এগুলোর মধ্যে রয়েছে দলিত শ্রেণীর মানুষের বিরুদ্ধে হওয়া অপরাধ-রোধী আইন এবং শিশু-কিশোরদের ওপরে যৌন নিগ্রহ রোধ আইন।
পুলিশী তদন্ত এখনো চলছে, তাই পরবর্তী সময়ে আরো নতুন মামলা দায়ের করা হবে বলে পুলিশ জানাচ্ছে। পুরো ঘটনার তদন্তে ২৫ সদস্যের একটি দল গঠন করেছে ওই রাজ্যের সরকার।
উল্লেখ্য, এক সরকারি কর্মসূচির অধীনে কয়েকজন মনোবিদ ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন। তখনই গোটা ঘটনা জানা যায়।