সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

গাজ্জার যন্ত্রণা এবার বুঝবে ওরা: মেহবুবা মুফতি

আমেরিকার ক্যালিফোর্নিয়া ভয়াবহ দাবানলে অন্তত ১০ জনের প্রাণহানি ও লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হলিউডসহ বিস্তীর্ণ এলাকা।

এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও রয়েছেন। তিনি এই দাবানলকে প্রকৃতির প্রতিশোধ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুফতি লিখেছেন, “এই দাবানলে ক্যালিফোর্নিয়া কার্যত শ্মশানে পরিণত হয়েছে। এটি অত্যন্ত উদ্বেগজনক। যাঁরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করি। তবে এটি প্রকৃতির প্রতি মানুষের অত্যাচারের ফল। প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে।”

তবে মেহেবুবা মুফতি শুধু আমেরিকার এই বিপর্যয় নিয়েই কথা বলেননি। তিনি গাজ্জার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, ক্যালিফোর্নিয়ার দাবানল থেকে হয়তো মানুষ সময়ের সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াবে, কিন্তু গাজ্জার ধ্বংসযজ্ঞের ক্ষতি পূরণ অসম্ভব।

তিনি আরও বলেন, “নেতানিয়াহুর সরকার গাজ্জায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তা অত্যন্ত অমানবিক। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের আর ফেরানো সম্ভব নয়।”

মুফতি বিশ্বজুড়ে মানবিকতার দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “বিশ্বের একটি অংশ যেখানে ক্যালিফোর্নিয়ার দাবানলে উদ্বেগ প্রকাশ করছে, সেখানে গাজ্জার ধ্বংসযজ্ঞ নিয়ে চুপ রয়েছে।”

সূত্র: কাশ্মীর অবজারভার

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img