গাজ্জায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে লড়াইয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি চার সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ছয় ইসরাইলি সেনা।
শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, হামাসের সাথে যুদ্ধে নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা ৪০২।
নিহত চার সেনা হলেন, সার্জেন্ট মেজর (রিজার্ভ) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ (২১), সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯), এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে আইডিএফ বলেছে, উত্তর গাজ্জার বেইত হানুনে হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত।
গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজ্জা উপত্যকায় ৪৬,০০০ এর বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ১০ হাজার আহত হয়েছে।