ইসলাম অবমাননা ও সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে শ্রীলঙ্কার এক বৌদ্ধ ধর্ম যাজককে। গালাগোডাট্টে জ্ঞানসারা নামে এই বৌদ্ধ ভিক্ষু দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। এর আগেও তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য অভিযুক্ত হন।
গত সপ্তাহে তাকে ৯ মাসের জন্য কারাদন্ড দেয় কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক নিউজ চ্যানেল বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে এক সংবাদ সম্মেলনে ইসলাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন জ্ঞানসারা। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার হন তিনি। এই মামলার রায়ে আদালত জানিয়েছে, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, যা গ্নানাসার বক্তব্য লঙ্ঘন করেছে।
বলে রাখা ভালো, খুব কম বৌদ্ধ ধর্মগুরুকেই দোষী সাব্যস্ত ও শাস্তি প্রদান করে থাকে শ্রীলঙ্কা। তবে গত বছর একই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন জ্ঞানসারা। এসময় তাকে ৪ বছরের কারাদন্ড দেওয়া হয়। তবে জামিন নিয়ে এতদিন কারাগারের বাইরেই অবস্থান করছিলেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, জ্ঞানসারাকে ৯ মাসের কারাদণ্ড ও ১,৫০০ শ্রীলঙ্কান রুপি জরিমানা করেছে ম্যাজিস্ট্রেটের আদালত। জরিমানা প্রদানে ব্যর্থ হলে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জ্ঞানসারা। তার জামিনের জন্য আবেদন করা হলেও তা বাতিল করেছে আদালত।
উল্লেখ্য, ২০১৮ সালে আদালত অবমাননার দায়ে ৬ বছরের কারাদণ্ড পেলেও তিনি মাত্র ৯ মাস কারাভোগ করেন। তৎকালীন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা তাকে ক্ষমা করেছিলেন।
সূত্র: বিবিসি