ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করতে একটি কর্ম পরিষদ গঠন করতে যাচ্ছে মস্কো। এই পরিষদের কাজ হবে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা। দুই দেশের অফিসিয়াল ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের নিয়ে গঠিত হবে এই পরিষদ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আফগানিস্তানের জন্য রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২৫ সালের বসন্তকালের মধ্যেই এই কর্ম পরিষদ গঠন করা হবে।
কাবুলভ বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে মস্কো ও কাবুলের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক প্রসারিত হবে।”
এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি বলছে, আফগানিস্তানকে এখনো পর্যন্ত স্বীকৃতি প্রদান না করলেও গত কয়েক বছর ধরে কাবুলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে মস্কো।
এদিকে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েসকে দমনের জন্য আফগানিস্তানকে একটি কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও আফগানিস্তানকে কালো তালিকা থেকে বাদ দিতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে পুতিন।
উল্লেখ্য, আফগানিস্তান ও রাশিয়ার মধ্যেকার সম্পর্ক বর্তমানে নতুন এক যুগে প্রবেশ করছে। কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা দিনকে দিন বেড়েই চলেছে।
সূত্র: এভিএ