রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

বৈঠকে যোগ দিতে সৌদি গেলেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পরিস্থিতি নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে শনিবার (১১ জানুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শায়বানি।

রোববার (১২ জানুয়ারি) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা জানায়, আসাদ আল-শায়বানিকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খ্রেইজি স্বাগত জানান।

রোববারের এ বৈঠকে তুরস্ক, ইরাক, লেবানন, জর্ডান, মিসর, ব্রিটেন, জার্মানি, ইতালি ও আমেরিকার শীর্ষ কূটনীতিকদের পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের অংশগ্রহণের কথাও রয়েছে।

তুরস্কের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, সিরিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও অংশ নেবেন।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img