রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

সিরায়াকে তিন খন্ডে বিভক্ত করার পরিকল্পনা ছিল ইসরাইলের: রিপোর্ট প্রকাশ

সিরিয়াকে তিনটি খন্ডে বিভক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছিল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই পরিকল্পনা অনুযায়ী, উত্তর-পূর্বে কুর্দি অঞ্চল, দক্ষিণে দ্রুজ সম্প্রদায় ও দামেস্কে আসাদের শাসনকে সুসংগঠিত করার ইচ্ছা ছিল তেল আবিবের। তবে ৮ ডিসেম্বর সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) বিজয়ের মাধ্যমে এই পরিকল্পনা ভেস্তে যায়।

সাম্প্রতিক এক প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে লন্ডনভিত্তিক পত্রিকা মিডল ইস্ট আই।

‘ইসরাইল হায়োম’ নামে একটি নিউজ আউলেটের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, “নিরাপত্তার জন্য সিরিয়াকে খন্ডিত করতে চেয়েছিল ইসরাইলী বাহিনী। তবে এইচটিএস-এর আক্রমণের ফলে এই পরিকল্পনা ভেস্তে যায়।”

প্রতিবেদনে আরও বলা হয়, আসাদ সরকারকে ক্ষমতায় রেখে সিরিয়ার উত্তর-পূর্বে ঘাটি গাড়া সন্ত্রাসী সংগঠন কুর্দি ও দক্ষিণে শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত দ্রুজ গোষ্ঠীর সাথে সামরিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল তেল আবিব।

এদিকে, গতকাল পত্রিকাটি জানিয়েছে, সিরিয়ার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে গত বৃহস্পতিবার একটি বৈঠকে বসে অবৈধ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কার্টজ। এই বৈঠকে সিরিয়ায় তুরস্কের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে কার্টজকে। এছাড়াও সিরিয়ার অবিসংবাদিত নেতা আবু মুহাম্মাদ আল জুলানিকে নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img