রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হল সিরিয়ার এক মেয়রকে

দামেস্কের উপশহর ডুমার এলাকার মেয়র মাজেন কেনেনেকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের হয়ে বহু অপরাধ কর্মকাণ্ডের নেতৃত্ব প্রদান করেছিলেন এই মেয়র।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন বলা হয়েছে, ডুমার এলাকায় সামরিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর প্রকাশ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সদস্যরা। এসময় স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, আসাদ সরকারের আমলে ডুমার অঞ্চলের সাধারণ মানুষের জীবনে ত্রাস হিসেবে পরিচিত ছিলেন মেয়র মাজেন কেনেনে। তিনি স্থানীয় যুবকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাদের পুলিশের হাতে তুলে দিতেন। এ কারণে অনেক তরুণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।

নির্যাতনের শিকার এসব যুবকদের অনেকেই কারাগারে অমানুষিক যন্ত্রণা সহ্য করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ দীর্ঘদিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি থেকে জীবনের আলো দেখার স্বপ্ন হারিয়ে ফেলেছিলেন।

উল্লেখ্য, এই মৃত্যুদন্ড সম্পর্কে এখনো পর্যন্ত কোন মন্তব্য করেনি সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার।তবে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা অভিযান চালিয়েছে এবং স্বৈরশাসক বাসার আল আসাদ শাসনামলের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে গ্রেপ্তার করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img