পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা নীতির শর্ত শিথিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এই উদ্যোগের ফলে পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণ আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি হবে।
শনিবার (১১ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল খান লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় একথা জানান।
ভিসা নীতি সহজ করার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, “এখন থেকে পাকিস্তানের নাগরিকরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় আরও সহজ করবে।”
রাষ্ট্রদূত ইকবাল খান বলেন, “লাহোরের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “লাহোর চেম্বার অফ কমার্স পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ পাকিস্তানকে বিশেষ মর্যাদা দেয়, এবং উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করার প্রয়োজনীয়তা রয়েছে।”
লাহোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিয়ান আবু জার শাদ রাষ্ট্রদূতের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। শীঘ্রই আমাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং নতুন সুযোগ খুঁজে বের করবে।”
এই পদক্ষেপ দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে।
সূত্র : দি এক্সপ্রেস ট্রিবিউন