রবিবার, জানুয়ারি ১২, ২০২৫

ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে আলেমদের অবদান দেশের কোন মিডিয়া প্রচার করে নাই: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, প্রশাসনে শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা। ফ্যাসিস্ট হাসিনা ১৫ বছর ধরে দেশকে ধ্বংস করে দিয়েছে। এমন কোন সেক্টর নাই সে (হাসিনা) ধ্বংস করেনি। ফ্যসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হয়েছিল ২০১৩ সাল থেকে। তখন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা আন্দোলনে নেমেছিল। আলেমদের অবদান বাংলাদেশের কোন মিডিয়ায় এ পর্যন্ত তুলে ধরেনি।

শনিবার (১১ জানুয়ারি) ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্খা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আমার দেশ পত্রিকা এদেশের আলেমদের নিয়ে গণমাধ্যমের বৈষম্য রুখে দিয়েছে। আমার দেশ নিয়মিত আলেমদের উপর নির্যাতনের বর্ণনা ধারাবাহিকভাবে তুলে ধরছে। আর ২০২৪ সালের ফ্যসিবাদ বিরোধী আন্দোলনে দেশের আপামর জনতা অংশ নিয়েছিল। আমরা দেখেছি এ প্রজন্মের কিশোর, যুবক ও তরুণরা তাদের বুক পেতে দিয়ে আন্দোলন করেছে। যেকারণে, ভারতের সাম্রাজ্যবাদীরা কোনভাবে ক্ষমতা আর দখল করে রাখতে পারেনি। এদেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে।

তিনি বলেন, আমরা লড়াই করছি ঐক্যবদ্ধের জন্য। ইসলাম রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যে ফাটলের জন্য চেষ্টা হচ্ছে।

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও আয়োজক সংগঠনের নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img