পাকিস্তান থেকে দায়েশ তাদের কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের সরকার।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে পাকিস্তানের বেলুচিস্তানসহ অন্যান্য অঞ্চলে আইএসআইএস (খারেজি) গোষ্ঠীর সক্রিয় উপস্থিতি এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার সুসংহত প্রমাণ রয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) আফগান সরকারের ডেপুটি মুখপাত্র মোল্লা আহমদুল্লাহ ফিতরাত এক অডিও বার্তায় বলেন, “আইএসআইএস খারেজি গোষ্ঠী পাকিস্তান সরকারের অনুমোদনের মাধ্যমে এবং তাদের ছত্রছায়ায় কাজ করছে—এমন প্রমাণ আমাদের হাতে রয়েছে।”
ফিতরাত আরও বলেন, “আফগানিস্তানে কোনো সশস্ত্র গোষ্ঠী কাজ করার অনুমতি পায় না এবং এ ধরনের কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ।”
এই মন্তব্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে এসেছে। খাজা আসিফ দাবি করেছিলেন, তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)সহ কিছু গোষ্ঠী আফগানিস্তানের মাটি থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে আফগান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : হুরিয়াত রেডিও