শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

কামাল আদওয়ান হাসপাতাল পরিচালকের মুক্তির দাবীতে তুরস্কের চিকিৎসকদের বিক্ষোভ

বিধ্বস্ত ও অবরুদ্ধ গাজ্জার কামাল আদওয়ান হাসপাতাল পরিচালক হুসসাম আবু সাফিয়ার মুক্তির দাবীতে তুরস্কের চিকিৎসকদের বিক্ষোভ অনুষ্ঠিত।

শনিবার (১১ জানুয়ারি) ইস্তাম্বুল মেডিকেল চেম্বারের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সীমাহীন সীমাবদ্ধতা ও নৃশংসতা সত্ত্বেও আহতদের চিকিৎসা সেবা দিয়ে যাওয়া গাজ্জার সর্বশেষ হাসপাতাল কামাল আদওয়ানের পরিচালক হুসসাম আবু সাফিয়ানের মুক্তির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করেছেন তুরস্কের চিকিৎসকগণ। ইস্তাম্বুলে অবস্থিত ইসরাইলী কনস্যুলেট ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বিক্ষোভকালে চিকিৎসকগণ সাদা এপ্রোন ও মুখে সাদা মাস্ক পরিহিত ছিলেন। অতিসত্বর কামাল আদওয়ান হাসপাতাল পরিচালক ও ডাক্তার আবু সাফিয়ানের মুক্তির দাবী জানিয়ে কনস্যুলেটের সামনে স্লোগান দিতে থাকেন। দাবী জানাতে থাকেন, অবিলম্বে গাজ্জা গণহত্যা বন্ধের।

ইস্তাম্বুল মেডিকেল চেম্বারের বিবৃতিতে বলা হয়, ইতিহাসের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত ফিলিস্তিনের জন্য ত্যাগ স্বীকার করা বহু গুণী ও বীরোচিত ব্যক্তিত্ব অতিবাহিত হয়েছেন। ২০২৪ এর শেষভাগের এমন ব্যক্তিত্ব হলেন, হুসসাম আবু সাফিয়ান। যিনি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক আরোপিত বিধিনিষেধ, সৃষ্ট বাধাবিপত্তি, আক্রমণ ও গণহত্যার নৃশংসতা সত্ত্বেও আহতদের সারিয়ে তুলতে ভয়ডরহীন কাজ করে গিয়েছেন।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img