শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

এবি পার্টির নতুন চেয়ারম্যান মঞ্জু ও সাধারণ সম্পাদক ফুয়াদ

আগামী তিন বছরের জন্য আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এর আগে তারা দলটির যথাক্রমে সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিবের দায়িত্বে ছিলেন।

আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল থেকে এ ঘোষণা দেয়া হয়।

নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেবা ও সমস্যা সমাধানের রাজনৈতিক স্লোগানকে সামনে নিয়ে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান নির্বাচন গতকাল শুক্রবার দিনব্যাপী সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। একটানা রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দেশ, বিদেশে অবস্থানরত প্রায় ২ হাজার ৮০০ কাউন্সিলর এই নির্বাচনে ভোট দেন। দেশের কাউন্সিলররা সশরীরে উপস্থিত হয়ে, প্রবাসে ও অসুস্থতাজনিত অনুপস্থিত কাউন্সিলররা অনলাইনে ভোট প্রদান করেন।

এবি পার্টির চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।

এবি পার্টির নেতৃবৃন্দ জানান, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৭ ও ২৮ জানুয়ারি নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ৬০ জন প্রার্থীর বিপরীতে ২১ জন নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুদুর রহমান মান্না, নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img