শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

ভারতের পরমাণু সংস্থার ওপর থেকে বিধিনিষেধ সরিয়ে নেবে আমেরিকা

ভারতের পরমাণু শক্তি নিয়ে কাজ করছে এমন অনেক সংস্থার ওপর থেকে ‘বিধি নিষেধ’ সরিয়ে নেবে আমেরিকা।

সোমবার (৬ জানুয়ারি) দিল্লি সফরে এসে আইআইটির এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।

তিনি বলেন, ভারতের শীর্ষস্থানীয় পারমাণবিক সংস্থাগুলো এবং আমেরিকার কোম্পানির মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতায় বাধা হয়ে দাঁড়ানো দীর্ঘস্থায়ী বিধিনিষেধগুলো অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র।

তার মতে এই পদক্ষেপ ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে দৃঢ় করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। ১৯৯৮ সালে পোখরানে পরমাণু পরীক্ষার পর বহু দেশের বিরাগভাজন হয় ভারত।

নিউক্লিয়ার সেক্টরে ভারতের উচ্চাকাঙ্ক্ষায় রাশ টানতে বহু পরমাণু সংস্থার ওপর বিধি নিষেধ আরোপ করে আমেরিকা। পরের দিকে, দুই দেশের সম্পর্ক ভালো হওয়ায় বেশ কিছু সংস্থাকে সেই বিধি নিষেধের তালিকা থেকে বাদ দিলেও এখনও অনেক প্রতিষ্ঠান রয়ে গেছে নিষেধাজ্ঞার আওতায়।

প্রসঙ্গত, সাবেক আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে দুই দেশের মধ্যে পরমাণু চুক্তি হওয়া সত্ত্বেও তা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বাধা ছিল। সেই সমস্ত বাধা অপসারণের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের কথা বলেছেন জ্যাক সুলিভান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img