ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় তিন পরিবারে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল হামলা করে ৭০ জনকে হত্যা করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী তিনটি পরিবারে হামলা করে ৭০ জনকে হত্যা এবং ১০৪ জনকে আহত করেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
২০২৩ সালের অক্টোরবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ছয়জনে এবং আহত হয়েছে এক লাখ নয় হাজার ৩৭৮ জন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি