শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে ভারত বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তারা ভারত, মিয়ানমার এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের কার্যকলাপের সমালোচনা করেন।

গতকাল (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ঢাকার খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অভিযোগ করা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে উসকানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধির মাধ্যমে ভারতের অবস্থান বাংলাদেশের বিপক্ষে প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে অস্থিতিশীলতার কথাও তুলে ধরা হয়।

নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, এবং শীতার্ত মানুষের দুঃখ-দুর্দশা দূরীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ডা: রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, আলহাজ¦ ফয়জুল ইসলাম, এডভোকেট শায়খুল ইসলাম, অধ্যাপক মাওলানা আজিজুল হক, আলহাজ¦ নুর হোসেন, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আবুল হোসেন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img