শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

বিডিআর স্বজনরা শাহবাগ থেকে সরে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন

পিলখানায় বিডিআর হত্যাকান্ডের মামলায় কারাবন্দীদের মুক্তি, পুনঃ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে শাহবাগে করা অবরোধ বেলা সাড়ে তিনটার দিকে তুলে নিয়ে শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন। এর ফলে শাহবাগ দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ মুনসুর।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের পর যারা চাকরিচ্যুত হয়েছে ও চাকরিচ্যুত সদস্যদের পরিবারের লোকজন শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন। তারা বিকেল সাড়ে ৩টার পরে সড়ক ছেড়ে শহীদ মিনার এলাকার দিকে যান। এখন শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, পিলখানায় বিডিআর হত্যাকান্ডের ঘটনায় বিডিআরের নিরপরাধ জওয়ানদের মুক্তির দাবিতে সাড়া দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বুধবার সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হন। এরপর আজ বেলা দেড়টার দিকে শহীদ মিনার থেকে পদযাত্রা করেন। শাহবাগ পর্যন্ত এলে পুলিশ তাদের বেরিকেড দিয়ে বাধা দিলে বেরিকেড ভেঙ্গে শাহবাগ মোড় অবরোধ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img