শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫

আসাদ পরিবার নিয়ে নতুন বিতর্ক: আমেরিকা ও যুক্তরাজ্যের গুপ্তচর ছিলেন আসমা আল-আসাদ

সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল-আসাদের পরিবার নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। সাম্প্রতিক ফাঁস হওয়া নথিপত্রে দাবি করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের এজেন্ট হিসেবে কাজ করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) সিরিয়ার সাংবাদিক নিজার নাইউফ একটি ফেসবুক পোস্টে এসব নথিপত্র প্রকাশ করেন।

নথিপত্র অনুযায়ী, আসমা আল-আসাদকে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে দেখা গেছে। এ সময় আসাদ দম্পতি সিরিয়ার গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির মধ্যে ছিলেন।

তবে মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এই নথিপত্র জাল হওয়ার সম্ভাবনা বেশি।

উল্লেখ্য, আসমা আল-আসাদ ১৯৭৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। লন্ডনের কুইন্স কলেজ ও কিংস কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি জেপি মরগানে বিনিয়োগ ব্যাংকার হিসেবে কাজ শুরু করেন। ২০০০ সালে বাশার আল-আসাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে পরিচিতি লাভ করেন।

সূত্র: মিডল ইস্ট আই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img