তুরস্ক একের পর এক সামরিক উদ্ভাবনের মাধ্যমে বিশ্বকে অবাক করছে। এবার ২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে আঙ্কারা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেন, “প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের মাধ্যমে আমরা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি না। এই বিনিয়োগের উদ্দেশ্য আমাদের শান্তি, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা।”
এরদোগান আরও জানান, “২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম মিসাইল তৈরির পাশাপাশি ৮০০ কিলোমিটার পাল্লার মিসাইলের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, তুরস্কের মিসাইল কর্মসূচি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপজুড়ে দেশটির কৌশলগত আধিপত্য আরও বিস্তৃত করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
সূত্র: ডিফেন্স ব্লগ