সিরিয়ার বিপ্লব আঞ্চলিক দেশগুলোর জন্য একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি আশা প্রকাশ করেছেন, এই বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠন করা সম্ভব হবে। একই সঙ্গে সিরিয়ার পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) আঙ্কারায় এক বৈঠকে এ মন্তব্য করেন এরদোগান।
তিনি বলেন, “সিরিয়ার বিপ্লব সফল হলে এই অঞ্চল ও তুরস্কের জন্য একটি সম্ভাবনার নতুন দরজা খুলে যাবে। আমরা এখন সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।”
এরদোগান আরও বলেন, সিরিয়ার সঙ্গে তুরস্কের ৯১০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে। তাই সিরিয়ার ঘটনাবলি তুরস্কের জন্য সবসময় একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।
তিনি বলেন, “সিরিয়ার সেদনায়া কারাগার, যা ‘মানব কসাইখানা’ নামে পরিচিত, বছরের পর বছর ধরে চলা অমানবিক কার্যক্রমের নির্মম চিত্র আমাদের সামনে তুলে ধরেছে।”
এরদোগান আরও উল্লেখ করেন, “এখন আমাদের দায়িত্ব হলো সিরিয়ার জনগণের পাশে দাঁড়ানো।”
উল্লেখ্য, গত ১৩ বছরের গৃহযুদ্ধে সিরিয়ার আর্থিক ক্ষতি ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি