অবরুদ্ধ গাজ্জায় ইসরাইলি হামলা থেকে রেহাই পাচ্ছে না হাসপাতালও। এ সব হাসপাতালে আহতদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এরই মধ্যে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে গাজ্জার নাসের হাসপাতালে। এ কারণে হাসপাতালটির জরুরি সেবা ব্যতিত সব ধরনের সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি তথ্য কেন্দ্র খান ইউনিসের নাসের হাসপাতালকে উদ্ধৃত করে জানিয়েছে, জ্বালানি সঙ্কটের কারণে গাজ্জার দক্ষিণাঞ্চলীয় শহরের এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি নিবিড় পরিচর্যা ইউনিট ও অস্ত্রোপচার কক্ষ ছাড়া সব ধরনের স্বাস্থ্যসেবা দেয়া বন্ধ করে দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ‘সত্যিকারের বিপর্যয়ের বিষয়ে’ সতর্ক করার এক দিন পরই এই ঘোষণা এলো। কারণ ছিটমহলের বাকি কোনো কার্যকরী স্বাস্থ্যসেবা কেন্দ্রে জ্বালানি মজুদ নেই। জ্বালানি সঙ্কট হাসপাতাল, অক্সিজেন স্টেশন, ওষুধের রেফ্রিজারেটর ও নার্সারিগুলোকে হুমকির মুখে ফেলেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি বাহিনী এক দিকে এসবের নিরাপত্তার কথা বলে আরেক দিকে জ্বালানি ট্রাকসহ কনভয়গুলোকে চোর ও দস্যুদের দিয়ে চুরি করতে সহায়তা করে।
সূত্র : আল-জাজিরা