কিশোরগঞ্জের বাজিতপুরে চার তরুণের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন কুকরারাই মধ্যপাড়া কবরস্থান মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের আয়োজকরা জানান, দেশে অনেক যুবক গান-বাজনা এবং বিভিন্ন অশ্লীলতার আয়োজন করে থাকে। তবে আমরা এলাকাবাসীর সহযোগিতায় প্রতিবছর এই তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে মানুষের ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই। এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং ধর্মীয় জ্ঞানচর্চায় আগ্রহ বেড়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুল্লাহ কাসেমী ও মাওলানা ওয়াহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সাইয়্যেদ ইয়াকুব আল-মাদানী, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী, মাওলানা মুজিবুর রহমান চাটগামী, মাওলানা আখতারুজ্জামান হাফিজ্জী এবং মাওলানা খাইরুল ইসলাম নোমানী প্রমুখ।