শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

ইসরাইলের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পরিচালিত একটি বোমা হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস।

শনিবার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

তেদরস জানিয়েছেন, হামলার সময় তিনি এবং অন্যান্য জাতিসংঘ কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছিলেন। ওই হামলায় তাঁদের উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন ও বিমানবন্দরে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। যদিও জাতিসংঘের প্রতিনিধি দলের সবাই অক্ষত আছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো জানান, ইয়েমেনে বন্দি জাতিসংঘ কর্মকর্তাদের মুক্তি ও যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তিনি সেখানে সফর করেছিলেন। কাজ শেষ করে বিমানে ওঠার প্রস্তুতিকালে এই ভয়াবহ হামলা চালায় সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল। এতে সানার বিমানবন্দরের রানওয়ে, নিয়ন্ত্রণ টাওয়ারসহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।

এদিকে, ইসরায়েলের এই হামলার পরপরই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এই ঘটনার পর তেদরস আধানম গেব্রেয়াসুস বিশ্ববাসীকে ইয়েমেনের পরিস্থিতি সম্পর্কে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সেখানে চলমান সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img