বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫

ফ্রান্সকে পিছনে ফেলে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তিতে চাদ

ফ্রান্সের সাথে সামরিক সহযোগিতা চুক্তি শেষ হতে না হতেই তুরস্কের সাথে হাত মিলিয়েছে আফ্রিকার মুসলিম প্রধান দেশ চাদ। আঙ্কারার সাথে ইতিমধ্যে একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছেন চাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মুহাম্মাদ ইদ্রিস দেবি। এই চুক্তি অনুযায়ী, চাদের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্কের সেনাবাহিনী।

শনিবার (২৮ ডিসেম্বর) তুরস্কের একটি দৈনিক পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে।

পত্রিকাটি বলছে, চাদ ও আঙ্কারার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন পর্যায় উন্মোচিত হয়েছে। ধারনা করা হচ্ছে দেশটির সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক।

প্রসঙ্গত, গত ৫-৬ বছর ধরে চাদের পাশে রয়েছে তুরস্ক। এই সময়ের মধ্যে দেশটিতে প্রচুর সামরিক সরঞ্জাম বিক্রি করেছে আঙ্কারা। একই সঙ্গে দেশটির সেনাবাহিনীকে উন্নতমানের সামরিক প্রশিক্ষণ দিয়েছে তুর্কি সেনাবাহিনী। এছাড়াও দেশটির সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করেছে তুরস্ক।

এর আগে, চলতি মাসের শুরুতে ফ্রান্সের সাথে সামরিক সহযোগিতা চুক্তি সমাপ্তির ঘোষণা দেয় চাদ সরকার। এরপর সেখান থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে ফ্রান্স। দেশটির ফায়া সামরিক ঘাঁটি থেকে সকল সৈন্য ফিরে গেছে ফ্রান্সে। চুক্তি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে ফ্রান্সের সকল সৈন্য প্রত্যাহার করা হবে।

উল্লেখ্য, আফ্রিকায় ঔপনিবেশিক শক্তি হিসেবে পরিচিত ফ্রান্সের প্রভাব ক্রমাগত হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক সময়ে মালি, নাইজার, বুরকিনা ফাসো ও সেনেগাল থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ফ্রান্স। তা সত্ত্বেও বর্তমানে পূর্ব আফ্রিকায় অবস্থিত জিবুতিতে ফরাসি সৈন্যের উপস্থিতি রয়েছে। সেখানে প্রায় ১৫০০ ফরাসি সৈন্য অবস্থান করছে।

সূত্র: স্পুটনিক আফ্রিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img