মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতির প্রেস সচিব মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ।

রাষ্ট্রপতি আরও বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসঙ্ঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মুহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img