বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

সিরিয়াতে আমেরিকার সৈন্য উপস্থিত থাকা উচিত নয় : ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গাজ্জার বন্দি বিনিময়, ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ও সিরিয়ায় আমেরিকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সিরিয়ায় আমেরিকার সৈন্যর উপস্থিতি থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ওয়াল্টজ বলেন, সিরিয়াতে ওয়াশিংটনের প্রাথমিক উদ্বেগের বিষয় দায়েশ। এরপর দেশটির সাথে থাকা ইয়াহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সীমান্ত।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একদম সঠিক। তার প্রধান লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেকে আমেরিকাকে দূরে রাখা। সিরিয়াতে আমাদের সৈন্যের কোন প্রয়োজন নেই। তবে সিরিয়াতে আমরা বেশ কিছু বিষয়ের উপর নজর রাখছি। যেমন উপসাগরীয় মিত্রদের সাথে সামগ্রিক সম্পর্ক, দায়েস ও ইসরাইলের সীমান্ত।

সাক্ষাৎকারে, ইরানের পারমাণবিক কর্মসূচি রুখে দেয়ার উপর জোর দিয়েছেন ওয়াল্টজ। তিনি বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে সৌদি আরব এবং তুরস্কও পারমানবিক অস্ত্র তৈরি করতে চাইবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img