মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠির বিষয় স্বীকার করল ভারত

ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যাওয়া হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের হাই কমিশন। এবার সেই বার্তা পাওয়ার কথা স্বীকার করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৩ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চিঠিপ্রাপ্তির এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই নিয়ে কোনো মন্তব্য করতে চাইল না নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর বলেন, প্রত্যার্পণের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই।

সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে। এবার সেই নোট ভার্বাল বা কূটনৈতিক বার্তা পাওয়ার কথা স্বীকার করল ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img