রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ছাত্র জমিয়ত বাংলাদেশ মেলান্দহ উপজেলা কাউন্সিল সম্পন্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলার আওতাধীন মেলান্দহ উপজেলা শাখা ও পৌর শাখার (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলা জামালপুর শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে এই কাউন্সিল সম্পন্ন হয়।

এতে শিবলুল হাসানকে সভাপতি, আব্দুল মোমিনকে সিনিয়র সহ সভাপতি, রহমতুল্লাহ তারিক, খালেদ সাইফুল্লাহ সাদী সহ সভাপতি, আবু সাঈদকে সাধারণ সম্পাদক, আহসান কবিরকে যুগ্ম সাধারণ সম্পাদক, সিফাতকে সাংগঠনিক সম্পাদক, নূর নবীকে প্রচার সম্পাদক ও আব্দুল হাকিমকে সমাজ সেবা সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়

এবং পাশাপাশি মেলান্দহ পৌর ছাত্র জমিয়তের আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা
রাশেদুল ইসলামকে আহবায়ক, সাজ্জাদ হোসাইনকে সদস্য সচিব ও মেরাজুল ইসলামকে
সদস্য করে কমিটি ঘোষণা করেন, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক- মাহদী হাসান।

আব্দুল মোমিনের সভাপতিত্বে ও আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের বিপ্লবী সাধারণ সম্পাদক, ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দহ মাদারগঞ্জ (জামালপুর ৩) আসনে এমপি পদপার্থী মুফতি শামসুদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন যে স্বাধীনতার পর থেকে এদেশে অনেকেই ক্ষমতায় এসেছে, অনেক বড় বড় শাসনকর্তারা এদেশ শাসন করেছে কিন্তু প্রকৃত পক্ষে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, চুরি লুটতরাজ গুম,খুন হত্যা, এগুলো কেউই বন্ধ করতে পারেনি বরং ক্ষমতার নেশা এদেরকে এই সকল কাজ করতে উদ্বুদ্ধ করেছে।কিন্তু ২৪পরবর্তি সময়ে সাধারন মানুষের মাঝে পরিবর্তন এসেছে, তারা এখন নতুন মুখ দেখতে চায়, সাধারন মানুষ ইসলাম কে চায়, সুতরাং এখন আমাদের কাজের সময় এসেছে, এখনও যদি বসে থাকি তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।সুতরাং আসুন জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গাম সাধারণ মানুষের কাছে পৌছিয়ে আল্লাহর জমিনে আল্লহর নেযাম প্রতিষ্ঠার কাজে আত্বনিয়োগ করি। পরিশেষে তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে শহীদ, ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের রোগমুক্তি ও শহীদদের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি শামছুদ্দীন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালপুর জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক- মুফতি ফরিদ উদ্দিন, জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক -মুফতি মুহাম্মদ সোলায়মান, মেলান্দহ উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল আমিন, জামালপুর জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি রহমতুল্লাহ আল হুসাইনি, মেলান্দহ পৌর জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান, সিনিয়র সহ সভাপতি হাফেজ আসাদুল্লাহ, সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি হা. মাওলানা আব্দুর রহিম, সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রউফ,সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, মেলান্দহ পৌর জমিয়তের সহ সভাপতি আলহাজ্ব হাফেজ মুহিবুল্লাহ, সহ সভাপতি আলহাজ্ব মুফতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মুফতি জোবায়ের আহমাদ, মেলান্দহ পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল ওয়াহাব, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইসরাফিল, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি সাঈদ আহমদ নোমানী, সহ সভাপতি মাওলানা শামসুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ,মুফতি সরোয়ার হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়তের সভাপতি- মোবারক হোসাইন কাসেমী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক- ছাত্রনেতা মাহদী হাসান, সাংগঠনিক সম্পাদক- মেহেদী হাসান ইয়ামিন, প্রচার সম্পাদক – নাঈমুল ইসলাম, মাহদী হাসান মুরসালিন, সিয়াম, জুনায়েদ সহ প্রমূখ ছাত্র নেতৃবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img