রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ফিলিস্তিনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে নির্মূল বা অপসারণ না করা পর্যন্ত যুদ্ধ বন্ধে সম্মত হবেন না বলে জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (২০ ডিসেম্বর) ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় লেখক এলিয়ট কফম্যানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যে হামাসকে না সরানো পর্যন্ত তিনি যুদ্ধ বন্ধে সম্মতি দিবেন না।

সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধ ও বন্দীদের ছেড়ে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, গাজ্জার ক্ষমতা আমরা তাদের হাতে ছেড়ে দিব না, যেখানে গাজ্জা তেলাবিব থেকে ৩০ মাইল দূরে। তাই এ রকম কোনো কিছুই ঘটবে না।

হামাস অক্ষত থাকলে এ ধরনের চুক্তিকে ইসরাইলি প্রধানমন্ত্রী এক পক্ষীয় হিসেবে ধরে নেবেন বলে মন্তব্য করেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে।

সূত্র : দ্যা জেরুসালেম পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img