শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ইসলামী বিধান মেনে জীবন-যাপনের মধ্যেই মানবজাতির কল্যাণ নিহিত : মুফতী হারুন ইযহার

চট্টগ্রাম লালখান বাজার মাদরাসার সহকারী পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার বলেছেন, ইসলাম মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত একমাত্র জীবন বিধান। তাই ইসলামী বিধান মেনে জীবন-যাপনের মধ্যেই মানবজাতির কল্যাণ নিহিত।

বুধবার (২০ নভেম্বর) চট্টগ্রাম বাঁশখালী পুকুরিয়া চৌমুহনী বাজারস্থ মাঠে পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ৩ দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনের আলোচনায় তিনি এ কথা বলেন।

হারুন ইযহার বলেন, সর্বশেষ নবী সৃষ্টির মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিরোধানের (ইন্তেকাল) পর চার খলিফা ও পঞ্চম খলিফা হিসেবে খ্যাত ওমর ইবনে আবদুল আজিজ (রা.) এর যুগ ছিল ইসলামের স্বর্ণযুগ। সে সময়কার সামগ্রিক কর্মকান্ড খলিফাতুল মুসলিমিনের খোদাভীতি, উন্নত নৈতিক মান, জনসেবা, সরকারী কোষাগার থেকে প্রয়োজনের অতিরিক্ত এক কপর্দকও গ্রহণ না করা, সামাজিক শান্তি, শৃংখলা, সুবিচার, একে অন্যের প্রতি মমত্ববোধ, সহানুভূতি ইত্যাদি সর্বকালের সর্বযুগের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি বলেন,বর্তমান এই নব্য জাহেলিয়াতের যুগে মুসলিম মিল্লাতের মধ্যে আমল-আখলাকের ব্যাপক অধ:পতন হয়েছে। বর্তমানে মুসলমানরা ঠিক মতো নামাজ, রোজা, যাকাত ও হজ্জসহ গুরুত্বপূর্ণ আমল সমূহ যথাযথভাবে পালন করছেন না। তাই মুসলিম জাতির উপর আল্লাহর আজাব ও গজব নাজিল হচ্ছে। এসব থেকে পরিত্রানের জন্য দাওয়ার কাজ বৃদ্ধি করতে হবে। ব্যাপকভাবে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে।

পুকুরিয়া নামাজ প্রশিক্ষণ কমিটির সভাপতি ও পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ক্বারী আবদুচ্ছমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরো বয়ান করেন চট্টগ্রাম জামিয়া বাবুনগর মাদরাসার শায়খুল হাদীস মুফতী মাহমুদ হাসান, মাওলানা নুরুল্লাহ, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img