বুধবার, নভেম্বর ২০, ২০২৪

চলতি বছরে আফগান-তুরস্ক বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ মিলিয়ন মার্কিন ডলার

চলতি বছরের প্রথম ১০ মাসে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৯৪ মিলিয়ন মার্কিন ডলার। এই সময়ের মধ্যে আফগানিস্তান থেকে তুরস্কে রপ্তানি করা হয়েছে ২১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য। পক্ষান্তরে আমদানি করা হয়েছে ৭৩ মিলিয়ন ডলারের বাণিজ্যিক পণ্য।

আজ বুধবার (২০ নভেম্বর) আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুস সালাম জাওয়াদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফগানিস্তান থেকে তুরস্কে রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে তিলের বীজ, কিশমিশ, কাঠ বাদাম, জিরা ও গরুর চামড়া। অন্যদিকে, আমদানি পণ্যের মধ্যে রয়েছে ঔষধি গাছ, কার্পেট ও শীতকালে
ব্যবহারের জন্য বৈদ্যুতিক যন্ত্র হিটার।

এদিকে, আগামী সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘হালাল এক্সপো ২০২৪।’ যেখানে হালাল খাদ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের বাণিজ্য ও বিনিয়োগ অধিদপ্তর এটিকে দেশের ব্যবসায়ীদের জন্য একটি ভালো সুযোগ হিসেবে বিবেচনা করছে। এই অনুষ্ঠানে আফগানিস্তান থেকে একটি প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের পাঠানো হবে বলে জানা গেছে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img