ভারতের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের অন্যতম মাস্টারমাইন্ড আনমোল বিষ্ণোই গ্রেফতার হয়েছেন। ভুয়া কাগজপত্র থাকার অভিযোগে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঞ্চল থেকে তাকে গ্রেফতার করে আমেরিকার অভিবাসন দপ্তর। আনমোল বিষ্ণোই কুখ্যাত ভারতীয় সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইর ভাই।
গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ মে আমেরিকায় পালিয়ে যায় আনমোল বিষ্ণোই। তবে আমেরিকার যাত্রা সংক্রান্ত সকল নথিপত্র ছিল জাল। ‘ভানু’ পরিচয় দিয়ে জাল পাসপোর্ট তৈরি করেছিল সে। তার ট্রাভেল ডকুমেন্টসে জাল কাগজপত্র নজরে পড়ে মার্কিন অভিবাসন দপ্তরের। এরপরই তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, বাবা সিদ্দিকি খুনের পাশাপাশি ২০২২ সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত আনমোল। এছাড়া সালমান খানের বাড়িতে গুলি চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে জাতীয় নিরাপত্তা এজেন্সির সন্ত্রাস দমন বিভাগ। আনমোলের বিরুদ্ধে দুটি মামলার তদন্ত করছে এনআইএ পাশাপাশি আরও ১৮টি মামলা রয়েছে।
উল্লেখ্য, এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের ঘটনায় সরাসরি আনমোলের যুক্ত থাকার তথ্য হাতে পেয়েছে মুম্বই পুলিশ। তাঁর উদ্যোগেই শুটার নিয়োগ করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার হওয়া একাধিক অভিযুক্ত স্বীকার করেছে আনমোলের নির্দেশ মেনে এই কাণ্ড করেছে তারা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া