বুধবার, নভেম্বর ২০, ২০২৪

মোদির ভারতে জ্বলছে গীর্জা, পুড়ছে সংখ্যালঘু আদিবাসীরা

সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের চরমে পৌঁছেছে উগ্র হিন্দুত্ববাদী মোদির নেতৃত্বাধীন ভারত।

সোমবার (১৮ নভেম্বর) প্রভাতপূর্ব রাতে এবিষয়ে বিবৃতি দেয় দেশটির আদিবাসী উপজাতি নেতাদের ফোরাম আইটিএলএফ।

বিবৃতিতে বলা হয়, শনিবার রাতে মণিপুরের জিরিবামে ৫টি গীর্জা, ১টি স্কুল ও পেট্রোল পাম্প এবং আদিবাসী উপজাতিদের ১৪টি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে আরো বলা হয়, মণিপুরের চলমান সহিংসতায় সুপ্রিম কোর্টের স্থাপনা ও ভবন রক্ষার আদেশ থাকা সত্ত্বেও জিরিবাম নিরাপত্তা বাহিনী এসব রক্ষা করতে ব্যর্থ হয়েছে। অথচ তারা নিকটেই অবস্থান করছিলো! এর জন্য অবশ্যই স্থানীয় সরকার ও প্রশাসনকে দায় নিতে হবে।

এছাড়াও বলা হয়, কেনো মণিপুরের গীর্জাগুলো বারবার হামলার শিকার হচ্ছে? এটি কি কোনো ধর্মযুদ্ধ? জাতিগত দাঙ্গা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৬০ এর অধিক গীর্জা ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক সহিংসতায় জিবিরামের পুরো জাইরাউন গ্রামও আগুন লাগিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। পুড়িয়ে মারা হয়েছে ৩১ বছর বয়সী এক নারীকে। অপরদিকে শনিবার আসামের পাংমোল গ্রামেও ২৭ বছর বয়সী হাওজোয়েল ডুঙ্গেল নামের স্থানীয় এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। রবিবার মণিপুরের জিরিবামে হাত বাধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন পাওয়া যায়।

আদিবাসী উপজাতি নেতাদের ফোরামটি এসময় আরো বিস্তৃত পরিসরে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে। স্থানীয় সরকার ও প্রশাসনকে আরো সতর্ক হওয়ার ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানায়। যেনো উগ্র হিন্দুত্ববাদী ও চরমপন্থী অন্যান্য দলগুলো সংখ্যালঘু কুকি-জো গোষ্ঠীর বেসামরিক লোকজনের উপর হামলা চালাতে না পারে।

এসব উগ্র হিন্দুত্ববাদী ও চরমপন্থী গোষ্ঠী যারা নিয়মিত রাষ্ট্রের অস্ত্র লুট করে ক্রমাগত সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তাদের সমর্থন না দিয়ে বরং দমন করার আহবান জানায় ফোরামটি।

এছাড়া ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কেন্দ্রীয় সরকার কেনো তাদের রাষ্ট্রের অস্ত্র লুট করার সুযোগ করে দিচ্ছে? কেনো তাদের সশস্ত্র দলে পরিণত হতে দিচ্ছে? কেনো উপজাতিদের বসতিতে হামলার সুযোগ দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখা হচ্ছে? তা খুবই উদ্বেগের বিষয়। সরকার যদি কোনো ব্যবস্থা না নেই তবে কুকি-জোর স্বেচ্ছাসেবীদের সশস্ত্র হয়ে উঠা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মোদি সরকারকে অবশ্যই এসব উগ্র ও কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে আনতে হবে। উপজাতিদের উপর হামলা বন্ধ হলে সহিংসতাও নিজে নিজে থেমে যাবে। মনে রাখা উচিত যে, বিগত সহিংসতাগুলোর সূত্রপাতও হয়েছিলো উগ্র ও কট্টরপন্থী দল ও সম্প্রদায় কর্তৃক উপজাতিদের উপর হামলা ও হত্যার মধ্যদিয়ে। তাই এখানে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধানেরও দরকার রয়েছে।

আমরা আবারো বলছি, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে চরম নির্যাতন ও দুর্ভোগের শিকার সংখ্যালঘু কুকি-জো গোষ্ঠীর কঠিন প্রতিশোধ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img