বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

নামের আগে রাষ্ট্রনায়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান

নামের আগে দেশনায়ক, রাষ্ট্রনায়ক ব্যবহার না করতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বন্ধন করবেন না।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে। রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। বিএনপি যেকোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে।

তিনি বলেন, জবাবদিহিতা ছিল না বলেই আওয়ামী লীগ স্বৈরাচার হয়ে উঠেছিল। প্রতিনিধির জবাবদিহিতা নিশ্চিত করাই মূল কাজ হবে। রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি রুগ্ন হয়। রাজনীতি ও অর্থনীতি রুগ্ন হলে, স্বাস্থ্য, শিক্ষা সব ব্যবস্থাই রুগ্ন হবে৷ তাই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনপ্রতিনিধিদের মধ্যে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img