মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪

ভারতের মধ্যপ্রদেশে মেলা থেকে ‘মুসলিম ব্যবসায়ীদের’ বের করে দিয়েছে কতৃপক্ষ

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অনুষ্ঠিত এক স্বদেশি মেলা থেকে ‘মুসলিমদের অনুমতি নেই’ উল্লেখ করে মুসলিম ব্যবসায়ীদের বের করে দিয়েছে মেলা কতৃপক্ষ।

সোমবার (১৮ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বদেশি বিভিন্ন পণ্য নিয়ে ওই মেলাটির উদ্দেশ্য ছিল স্ব-কর্মসংস্থানকে উৎসাহিত করা এবং দেশীয় স্থানীয় পণ্যগুলোর প্রচার বাড়ানো। কিন্তু মুসলিম ব্যবসায়ীদের বের করে দেওয়ার ঘটনাটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।

মুসলিম ব্যবসায়ীরা জানায়, তারা অংশগ্রহণের ফি পরিশোধ করে মেলার স্টল বুক করলেও রোববার মেলা থেকে তাদের চলে যেতে বলা হয়। মেলাটি গত ১৪ অক্টোবর শুরু হয়েছিল এবং এটি চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত।

উচ্ছেদ হওয়া আগ্রার এক ব্যবসায়ী মোহাম্মদ রশিদ বলেন, তারা আমার নাম জিজ্ঞাসা করে এবং আমার দোকান বন্ধ করে দেয়। এখানে আমাদের ১০টি দোকান ছিল। কিন্তু আয়োজকেরা আমাদের বলেছেন, মুসলমানদের প্রবেশ নিষেধ। আমাদের সমস্ত ভাড়া এবং যাতায়াতের খরচ বিফলে গেল।

লক্ষ্ণৌ থেকে মেলায় অংশ নিতে আসা শাব্বির বলেন, তারা (কর্তৃপক্ষ) আমাদের দোকান বসতে দিতে অস্বীকার করেছে এবং আমাদের চলে যেতে বলেছে।

ভাদোহি থেকে আসা ব্যবসায়ী ওয়াকিল আহমেদ বলেন, ওরা মুসলমানদের সরিয়ে দিচ্ছে। আমাদের প্রায় ১৫-২০ জনকে দোকান বন্ধ করতে বলা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। তবে দামোহ জেলার কালেক্টর সুধীর কোচার বলেছেন, কারা মেলায় অংশ নেবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্বদেশি জাগরণ মঞ্চের আছে। যেহেতু তারা মেলার আয়োজন করেছে।

কোচার বলেন, আমি আমার কর্মকর্তাদের এই মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখার নির্দেশ দিয়েছি। এটি কোনো সরকারি অনুষ্ঠান নয়, বরং স্বদেশি জাগরণ মঞ্চের একটি অনুষ্ঠান। অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে। তবে, আমরা সমস্ত তথ্য সংগ্রহ করব এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img