ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী তেলআবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের শিয় সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। এ হামলার ফলে ইসরাইলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও অন্তত চারটি বিস্ফোরণ শোনা গেছে বলে খবর পাওয়া যায়
সোমবার (১৮ নভেম্বর) ইসরাইলের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইসরাইলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন জানায়, একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
প্রেস টিভি জানায়, তেলআবিবে অন্তত আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
টাইমস অব ইসরাইল জানায়, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেলআবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখানে ইসরাইলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগীরর ক্রায়োত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।
সূত্র: পার্সটুডে