লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাথ পার্টির দপ্তরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ।ট্র ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ শহীদ হয়েছেন বলে জানিয়েছে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি- এনএনএ।
রোববার (১৭ নভেম্বর) বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় অবস্থিত বাথ পার্টির ভবনে ইসরাইল এই বিমান হামলা চালায়। জানা যায় হিজবুল্লাহর মুখপাত্রকে টার্গেট করেই মূলত হামলাটি চালানো হয়।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের মুখপাত্র মোহাম্মাদ আফিফের শাহাদাতের খবর নিশ্চিত করে তার কর্মময় জীবনের প্রশংসা করেছে।
বাথ পার্টির মহাসচিব আলী হিজাজি জানিয়েছেন, পার্টির সদরদপ্তরে আফিফ যখন একটি বৈঠক করছিলেন তখন ওই হামলা চালানো হয়। তিনি বলেন, “আফিফ অস্ত্র হাতে লড়াই করেননি এবং তিনি হিজবুল্লাহর সামরিক শাখারও সদস্য ছিলেন না; তিনি বরং সংগঠনের গণমাধ্যম শাখাকে নেতৃত্ব দিচ্ছিলেন।”