অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বোমা হামলার কারণে গত ২৪ ঘন্টায় ১১১ জন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।
রবিবার (১৭ নভেম্বর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সকালে উত্তর গাজ্জার একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে ঘটনাস্থলেই কয়েক ডজন ফিলিস্তিনি শাহাদাত বরণ করেন। এছাড়া মধ্যে গাজ্জায় রাতভর বোমা হামলার কারণে মারা গেছেন আরো ১০ জন ফিলিস্তিনি।
এদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান জানানো সত্ত্বেও গাজ্জায় এখনো মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইলি বাহিনী। শুধু তাই নয়, হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করেও ভয়াবহ হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।
অন্যদিকে, শনি ও রবিবার লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন শহরে একাধিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। বৈরুতের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। লেবাননের টেলিভিশন চ্যানেলগুলো দেখাচ্ছে ইসরাইলি হামলার কারণে একের পর এক বহুতল ভবন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।
সূত্র: দি নিউ আরব