মাহফিল থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। তিনি পিঠে, বুকে ও চোখে আঘাত পেয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনার শিকার হোন তিনি। পরবর্তিতে বিষয়টি তার ভেরিফাইড করা ফেসবুক একাউন্ট থেকে এ তথ্য নিশ্চত করা হয়।
জানা যায়, মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়।
ফেসবুক পোষ্টে লেখা হয়, আমাদের সকলের প্রিয় দাঈ, বর্তমান সময়ের সাহসী কন্ঠস্বর, নন্দিত খতীব, আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ গতরাত্রে মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটি সামনে পেছনে দুমড়ে মুচড়ে দেয়।
ফেসবুক পোষ্টে আরও লেখা হয়, চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন। আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে। টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে। চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আল্লাহর মেহেরবানীতে এখন আশঙ্কামুক্ত আছেন। পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। নানান ধরনের সংবাদ ছড়িয়ে পরেছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। আমরা চিকিৎসার পরবর্তী আপডেট জানাব ইনশাআল্লাহ। আশু আরোগ্য এবং পূর্ণ সুস্থতার জন্য দুয়ার মুহতাজ।