শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কুরআনের অনুসরণ-অনুকরণেই নিহিত মানবসমাজের কল্যাণ : ড. মোহাম্মদ আলী আজাদী

মানবকল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মৎসবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, মহাগ্রন্থ আল কুরআনের অনুসরণ ও অনুকরণেই নিহিত আছে মানবসমাজের কল্যাণ। কেননা আল কুরআনই একমাত্র গ্রন্থ যাতে রয়েছে সকল সমস্যার সমাধান।

শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা সদরস্থ নিউমার্কেটে অনুষ্ঠিত “বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে আমার ও আপনার করণীয়” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আলী আজাদী তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনের স্পীডকে ধারণ করে আগামীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দূর্নীতিমুক্ত কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার ও আহ্বান জানান।

বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডস ফুডের এমডি জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শেভরন আই হসপিটালের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা.শাহাদাত হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, অধ্যাপক আজম খান, মাওলানা মোসলেম উদ্দিন নেজামী, মাওলানা জাকারিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী মেশকাত, মানবকল্যাণ পরিষদের সেক্রেটারি ওসমান গনি, সহ-সভাপতি নুরুল হুদা, নুরুল আলম, কার্যকরী পরিষদ সদস্য বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ফ্রেন্ডস ফুডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম মহানগর শিক্ষক সমিতির সভাপতি মাহফুজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সাংগঠনিক সম্পাদক নাসের উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ, অফিস সম্পাদক জয়নাল আবেদীন, অক্সিজেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমাম গাজ্জালী কলেজের অধ্যাপক সরওয়ার হোসেন, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা সাইয়েদ আল মামুন,মাওলানা কুতুব উদ্দিন, কাজী কুতুব উদ্দিন, বিশিষ্ট ছাত্রনেতা শহিদুল ইসলাম, জিয়াউর রহমান খান, আরফাত উদ্দিন,আনিসুর রহমান, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ এজাজ প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img