হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য বাসেম নাইম বলেছেন, গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল যদি বর্বরতা বন্ধ করে তাহলে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস।
শুক্রবার (১৫ নভেম্বর) এএফপিকে এ কথা বলেন হামাস নেতা নাইম।
বাসেম নাইম বলেন, যদি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয় এবং ইসরাইল এটি মেনে চলে তাহলে গাজ্জায় যুদ্ধবিরতির জন্য প্রস্তুত হামাস। আমরা মার্কিন প্রশাসন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাই যাতে তারা ইসরাইলি সরকারকে গাজার ওপর বর্বর হামলা থামাতে চাপ দেয়।
শনিবার কাতার জানায়, তারা গাজ্জায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির চুক্তি নিয়ে অপ্রত্যক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা স্থগিত করেছে, যা এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকলেও এখনও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, যখন উভয় পক্ষ তাদের ইচ্ছাশক্তি এবং গম্ভীরতা প্রদর্শন করবে, তখন কাতার এই প্রচেষ্টা আবার শুরু করবে।