ধোঁয়া ও দূষণের আশঙ্কাজনক বৃদ্ধিতে পাকিস্তানের পাঞ্জাবে সবধরণের স্কুল বন্ধ ঘোষণা করলো দেশটির সরকার।
মঙ্গলবার (১২ নভেম্বর) পাঞ্জাব প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রাদেশিক শিক্ষামন্ত্রী রানা সিকান্দার হায়াত প্রেস ব্রিফিংয়ে বলেন, বাতাসে ধোঁয়া ও দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় আমরা পাঞ্জাবের সকল স্কুল বন্ধ ঘোষণা করছি। আগামীকাল ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ৫দিনের জন্য প্রদেশের সরকারি ও বেসরকারি সবধরণের স্কুল বন্ধ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত অভিযোগের প্রেক্ষিতে আশঙ্কার কথা বিবেচনায় নিয়ে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, স্কুল বন্ধের সিদ্ধান্তে শিক্ষায় এর প্রভাবের ব্যাপারে আমরা অবগত। অপরদিকে শিশুদের আশঙ্কাজনক বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ। তাই দ্রুতই আমরা চলমান পরিস্থিতিতে পাঠদান চালিয়ে যেতে বিকল্প ব্যবস্থার ঘোষণা দিবো। অনলাইনে পাঠদানের ঘোষণা আসতে পারে।
পাকিস্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বায়ুতে আশঙ্কাজনক হারে দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় লাহোর, রাওয়ালপিন্ডি, ফয়সালাবাদ সহ দেশের বিভিন্ন শহরে শ্বাসকষ্ট, চোখ ও গলার রোগ বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট ও চোখ ও গলার রোগে আক্রান্ত রোগীদের আনাগোনা বেড়ে গিয়েছে।
সূত্র: জিও নিউজ