লেবানন ও অবরুদ্ধ গাজ্জা উপত্যকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে মুঠোফোনের মতো ডিজিটাল পরিসেবা মাধ্যমগুলোকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার নিন্দা জানিয়েছেন তুরস্কের পরিবার ও সমাজ কল্যাণ মন্ত্রী মাহিনূর ওজদেমির গোক্তাস।
শনিবার (৯ নভেম্বর) আন্তর্জাতিক নারী ও বিচার সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানও উপস্থিত ছিলেন।
ওজদেমির বলেন, “রিমোট কন্ট্রোল মোবাইলের মতো ডিজিটাল পরিষেবা গুলো গাজ্জা ও লেবাননের জনগণের বিরুদ্ধে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি।”
অনুষ্ঠানে, ফিলিস্তিনি জনগণের উপর তুরস্কের অটুট সমর্থন রয়েছে বলেও জানান তিনি। এছাড়া তাদের জন্য সহমর্মিতা, মানবাধিকার ও দীর্ঘমেয়াদি শান্তির প্রতি জোর দিয়েছেন ওজদেমির।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে লেবানন জুড়ে কমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণ ঘটায় ইসরাইল। এতে দেশটির ৪০ জন নাগরিক নিহত হয়। আহত হন আরও ৩ হাজার। সাম্প্রতিক সময়ে এ হামলার পেছনের দায় স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সূত্র: মিডল ইস্ট মনিটর